বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে র্যাাব মাদকবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত অনুমানিক ৯টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মাদকদ্রব্য।
সিপিসি-২ জানায়, ঝিনাইদহ র্যা ব-৬ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমান অভিযান চালান সদর উপজেলার হাটগোপালপুর শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে। এসময় আটক করা হয় সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলির ছেলে মেহেদি হাসানকে। তার নিকট থেকে ৩ কেজি গাঁজা, ৪২০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড এবং মাদক বিক্রির ১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মেহেদির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দেয়া হয়েছে। মামলাসহ তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।