ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গণমাধ্যমকর্মী এম আর রাসেল, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির মহেশপুর প্রতিনিধি সরোয়ার হোসেনসহ ৩জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, দুপুরে ঝিনাইদহ শহর থেকে পেশাগত কাজ শেষে প্রাইভেটকারযোগে মহেশপুরে ফিরছিলেন সাংবাদিকরা। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান প্রাইভেটকারের মুখোমুখি ধাক্কা দেয়। এতে কারে থাকা ৩জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।