ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুরে অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টায়ার ব্যবসায়ী আলেক মিয়ার দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় আলেক মিয়া, পাকরুল ইসলাম, ফরিদ হোসেন ও শওকত আলীর দোকান। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।