মেহেরপুর অফিস: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, প্রফেসর (অব.) হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।