জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চেয়েছি : সাকি

স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গোলটেবিল আলোচনায় তারা তাদের দলের পক্ষ থেকে আন্তর্জাতিক মানদ-ে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। এছাড়া, সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জাতিসংঘের ঢাকা অফিস এই আলোচনার আয়োজন করে। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনো জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন। এ বিষয়গুলো তিনি তার দলের পক্ষ থেকে বৈঠকে বলেছেন।¬