জাতীয় নির্বাচন বিষয়ক কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

জামায়াত সৎ ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক সভায় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও জাতীয় নির্বাচন বিষয়ক কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের জুলুম করার জন্য নয়, অন্যায়ভাবে জমি দখলের জন্য নয়, নিজেদের আখের গোছানোর জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ সাধনের জন্য। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বন্ধের লক্ষ্যে জামায়াত সৎ ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটিরিয়ামে জামায়াতের নির্বাচন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, দেশ স্বাধীনের পরে এমন মুক্ত পরিবেশে আমরা কখনো কর্মসূচি পালন করতে পারিনি। প্রেসিডেন্ট এরশাদের সময় দেশের যে কোনো স্থানে কর্মসূচি পালন করতে গেল, তখনো আওয়ামী লীগ আমাদের কর্মসূচিতে বাধা দিত, অফিস ও প্যান্ডেল পুড়িয়ে দিত। জুলাই বিপ্লবের পর আমরা আমাদের রাজনৈতিক কর্মতৎপরতা চালাতে পারছি। এ পরিবেশটা কাজে লাগাতে হবে। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত। সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমির রুহুল আমিন ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ রাসেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য উপজেলা আমির ও সেক্রেটারী, ইউনিয়ন আমির ও সেক্রেটারি, উপজেলা ও ইউনিয়ন নির্বাচনি পরিচালক, নির্বাচন সেন্টার কমিটি ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কমিটির সভাপতি ও সেক্রেটারি। সভায় নারী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সভায় উপস্থিত নির্বাচন পরিচালক, উপজেলা আমির-সেক্রেটারি ও ইউনিয়ন পরিচালকসহ সকলের খোঁজ খবর নেন। সকলকে নির্বাচনে প্রস্তুতির স্ব স্ব ইউনিটকে শক্তিশালী করার আহ্বান জানান।