মেহেরপুর অফিস: করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় দলীয় নেতাকর্মী নিয়ে শহরে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে স্বেচ্ছাসেবী টিমের নেতৃত্ব দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভির আহমেদ, সরকারি কলেজ ছাত্রলীগের কুতুবউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ রকি, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন, যুবলীগ নেতা আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মামুনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের বড়বাজার থেকে কাসারিপাড়া মোড় পর্যন্ত রিকশাচালক, ইজিবাইক চালক, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।