স্টাফ রিপোর্টার: ‘দেশের জনগণ ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলার সাংগঠনিক সভা পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দুদু বলেন, ‘খুনি, ফ্যাসিস্ট, গণতন্ত্রহত্যাকারী, বিদেশে টাকা পাচারকারী শেখ হাসিনাকে গত সাত-আট মাস আগে বিদায় করেছি। এই সাত-আট মাস আগের পিছনের গল্প রয়েছে। গত ১৫ থেকে ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে। তিনি বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছে। অনেক নেতা কর্মী গুম হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনাদোষে মিথ্যা মামলায় ছয়টি বছর জেল খেটেছে। আমাদের নেতা তারেক রহমান ১৬টি বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। অনেক নেতাকর্মী ফাঁসি হয়েছে। অনেকেই ফাঁসির কাছাকাছি গিয়েছেন। শামসুজ্জামান দুদু বলেন, লড়াই এখন শেষ হয়নি। যতদিন না পর্যন্ত দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। রাজপথে থাকার চেষ্টা করতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, এ বছর ডিসেম্বরের মধ্যে বা এক দুমাস এদিক ওদিক হতে পারে, তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন। আমরা উনার কথা বিশ্বাস করি। তবে এ সরকারের কাছে দাবি করি যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করুন। একটি নিরপেক্ষ, সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। তিনি বলেন, যতদিন পর্যন্ত জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন পর্যন্ত দেশের সংকট কাটবে না। সংকট কাটানোর জন্য দেশে নির্বাচিত নেতৃত্ব দরকার। শুধু তাই নয়, দেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়। তারা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। পছন্দমত সরকারকে ক্ষমতায় বসাতে চায়। সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চাই। বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই। কৃষক, শ্রমিক, মেহনতী মানুষদেরকে একটি নিশ্চিত জীবন দিতে চাই। লক্ষ কোটি শিক্ষিত বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যক্ষ আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।