চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সমবায়ের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ সেøাগানে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।‘সমবায়ের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
তিনি বলেন, কৃষিভিত্তিক সমবায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে করে চলেছে। কৃষির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমবায় কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। বহুমাত্রিক পল্লীতে সমবায় প্রতিষ্ঠা করা গেলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। বক্তারা আরও বলেন, আমরা যদি বহুমাত্রিক পল্লী সমবায় গড়ে তুলতে পারি তবে বাংলাদেশে দারিদ্র্য থাকবে না, দারিদ্র্য পুরোপুরি নির্মূল হবে। গ্রামাঞ্চলে বসবাসরত মানুষ যাতে সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য সরকার সব পদক্ষেপ নিচ্ছে। আমরা গ্রামাঞ্চলে সমস্ত নগর সুবিধার ব্যবস্থা করব যাতে সেখানে বসবাসরত মানুষ উন্নত ও সুন্দর জীবন পেতে পারে।
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা সমবায় অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে সমবায় দিবস উপলক্ষে কোর্ট রোড এলাকা থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সমবায় অফিস কার্যালয়ে সমবায় সমিতির সভাপতি অ্যাড. মহ: শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম ও জেলা সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মুক্তিযোদ্ধা আলহাজ নুর মোহাম্মদ জকু, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমীন। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক আবু হাসেম, বুলবুল হোসেন, ব্যাংক এশিয়ার প্রতিনিধি শাহাবুল হক, আব্দুল হামিদ, জনতা সঞ্চয় সমবায় সমিতির সম্পাদক আতিকুর রহমান, ঐশি সংস্থার মোয়োজ্জেম হোসেন, বিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এনায়েত হোসেন, আদিবাসী সমিতির বিশ^নাথ, সম্পাদক রাজকুমার, কাশফুল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আইয়ুব আলী আনসারী, অফিস স্টাফ মিজানুর রহমান ও জিয়াউর রহমানসহ বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ।
দর্শনা/দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সহিদুজ্জামান সহিদ, দর্শনা রূপসী বাংলা সোসাইটির সভাপতি সাংবাদিক হারুন রাজু, অগ্রযাত্রার পরিচালক মিল্লাত হোসেন, রবি সোসাইটির সভাপতি আলী আজগর সোনা, অধিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আজিজুল হক, হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, দামুড়হুদা ইউসিসিএ লিমিটেডের সভাপতি ওসমান গনি, ভরসা বহুমুখি সমবায় সমিতির সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি আলি মুনছুর বাবু। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কুড়–লগাছি আদর্শ সমবায় সমিতি, চন্ডিপুর-কুড়–লগাছি-ধান্যঘরা মৎস্যজীবী সমবায় সমিতি, হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ভরসা বহুমুখি সমবায় সমিতি এবং একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী পরিদর্শক নূর ইসলাম, শামিমা নাসরিন, অফিস সহকারী মিরাজুল ইসলাম ও অফিস সহায়ক আক্তার হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে ৪৯ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইযারুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা জসীমউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, শহীদ সাদিক হোসেন বাবুল, সমবায় ব্যাংক সভাপতি নুরুল ইসলাম, ইউসিসি সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ। পরে বিভিন্ন সমিতি ও ব্যক্তির মাঝে পুরস্কার প্রদান করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম ইলিয়াস হোসেন। সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক। প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর পতাকা উত্তলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু। বক্তব্য রাখেন গুড নেইবারস্ মেহেরপুর সিডিপির প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়, সু-প্রতিবেশীর সভানেত্রী রেহেনা খাতুন, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটিডের ম্যানেজার মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস। সঞ্চলনায় ছিলেন তথ্য আপা খন্দকার তানিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা ক্যাম্পাস হতে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদফতরের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদেরকে পুরস্কৃত করা হয়।

 

Comments (0)
Add Comment