মাথাভাঙ্গা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারাদেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও খুনের বিচার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবারও সকাল থেকে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সড়কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। ধর্ষকদের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন মারাত্মকভাবে বেড়ে গেছে। এ থেকে শিশু ও বৃদ্ধারাও রক্ষা পাচ্ছেন না। তাই ধর্ষকদের মৃত্যুদ-ের মতো কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, এগুলো দেখে নিজেদের সভ্য মানুষ হিসেবে পরিচয় দিতে পারি না। এই সমাজে ধর্ষক ও নারী নির্যাতনকারীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এদিকে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বুধবার উল্লিখিত তিন আসামির রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৩ এর বিচারক মাসফিকুল হক তাদের রিমান্ডের আদেশ দেন। এই তিনজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। দেলোয়ার ও কালামসহ এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হলো। তাদের সবাইকে মামলার আসামি দেখানো হয়েছে। তাদের আটজনই রিমান্ডে আছেন।