স্টাফ রপর্িোটার: চুয়াডাঙ্গায় এক পুলশি র্কমর্কতার অন্য রকম বদিায় জানয়িছেে চুয়াডাঙ্গা জলো পুলশি। ফুলসজ্জতি গাড়তিে তাকে পাঠানো হলো নজি জলো গাইবান্ধায়। অবসরকালীন ছুটতিে যাওয়ার আগে জলো পুলশি তাকে সংর্বধনা দয়িে সম্মানতি কর।ে পুলশি ইন্সপক্টের আহাম্মদ আলীর এই বদিায়ী সংর্বধনাকে বরিল ঘটনা হসিবেে দখেছে চুয়াডাঙ্গা জলোবাসী। এর আগে এ ধরনরে কোনো ঘটনা চুয়াডাঙ্গা জলোয় ঘটনে।ি
জলো পুলশিসূত্রে জানা গছে,ে পুলশি পরর্দিশক (আরআই) আহাম্মদ আলী ১৯৮৩ সালে পুলশি বাহনিীতে কনস্টবেল পদে যোগদান করনে। র্দীঘ ৩৮ বছরে তনিি চারবার পদোন্নতি পান। র্বতমানে তনিি পুলশি পরর্দিশক (সশস্ত্র) পদে চাকররিত অবস্থায় সোমবার অবসরে যান। তার বদিায়কে স্মরণীয় করে রাখতে সোমবার দুপুরে সংর্বধনা দয়ো হয়। শুভচ্ছো উপহারসহ সম্মাননা স্মারক দয়ো হয় আহাম্মদ আলীক।ে পরে জলো পুলশিরে পক্ষ থকেে ফুলসজ্জতি সরকারি গাড়তিে তার বাড়ি গাইবান্ধায় পৗেঁছানোর ব্যবস্থা করা হয়। এসময় চুয়াডাঙ্গা জলো পুলশিরে র্ঊধ্বতন র্কমর্কতাগণসহ র্সবস্তররে সহর্কমী উপস্থতি ছলিনে। বদিায়ী পুলশি পরর্দিশক আহাম্মদ আলী তার অভব্যিক্তি প্রকাশ করে বলনে, পুলশি বাহনিীতে এটি একটি বরিল দৃষ্টান্ত। চাকরি জীবন শষেে সম্মানরে সাথে বদিায় নয়ো অত্যন্ত আনন্দরে। চুয়াডাঙ্গা পুলশি সুপার জাহদিুল ইসলাম বলনে, ‘ফুলসজ্জতি গাড়যিোগে বদিায়ী পুলশি র্কমর্কতাকে নজি বাড়তিে পৗেঁছে দয়ো একটি বরিল ঘটনা এবং চুয়াডাঙ্গায় এ ধরনরে ঘটনা এই প্রথম।