প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালন
মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতৃবৃন্দরা। এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালন করেছে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকাল ৬টার দিকে কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সদস্য খাইরুল ইসলাম।
বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আওয়ামী লীগ নেতা সালেক মাস্টার, তহির আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাফিজ, আল ইমরান বিপ্লব, আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, আব্দুল হালিম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত হোসেন, আব্দুল হালিম ভুলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক দফতর সম্পাদক শেখ সামি তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসমাঈল হোসেন।
এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালন করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল ভাবনাকে সামনে রেখে বক্তব্য রাখেন উপদেষ্টা ম-লীর সদস্য ফকরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সহ-সভাপতি শাহীন উদ্দীন ও আলী আজগর সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, আরিফুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকার মানুষের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করা হয়। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা হয়। ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচির নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেসুর রহমান রিপন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক, আ.লীগ নেতা লুৎফর রহমান, ডা. রবিউল হক, শওকত আলী, রবিউল ইসলাম। সহ-সভাপতি ইমদাদুল হক ইমন, আব্দুল মজিদ, খুরশীদ আলম নান্নু, যুগ্ম সম্পাদক শরিফ রতন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, আরিফুল ইসলাম, দফতর সম্পাদক বখতিয়ার বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি মিলন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিহান, সহ-সম্পাদক মঞ্জুর রাশেদ তুহিন, আব্দুল মোমিন সবুজ, ফারুখ হোসেন, ওমিদুল হক, যুবলীগ নেতা মঞ্জুর আহমেদ লিটন, আজিবার রহমান সিজার, জব্বার খাবলী, মুকুল হোসেন, চন্দন, বিল্লাল হোসেন, আবু জাফর, আক্তার হোসেন, শাহীন খান, সালেকিন তরফদার, সাগীর, ডিউক, মতিয়ার, আলী প্রমুখ।
অপরদিকে, সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থানমোড়ে ইউনিয়ন শেখ রাসেল কল্যাণ পরিষদের সভাপতি ফরিদুজ্জামান রানার সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ শরীফুজ্জামান শরীফ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আশরাফুজ্জামান রনি, মেসকাত আলী, শাকিব, পরিষদের সহসভাপতি হাবিবুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক রিফাত, সাংগঠনিক সম্পাদক ওভি, ফাইম, পল্লব, মাহিম, শিহান, চঞ্চল প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা শাখার আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান, মতিয়ার রহমান মতিন, আব্দুস সামাদ সোহাগ, সদরের আহ্বায়ক সনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহিফুজুর রহমান পোলেন, গাংনী উপজেলা আহ্বায়ক আবুল বাসার, যুগ্ম-আহ্বায়ক ওহিদুল হক প্রমুখ। শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজল দত্ত, সদস্য সোয়েব রহমান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজীব, জেলা নবীনলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য আব্দুল মান্নানসহ সকল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। পরে করোনা প্রতিরোধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।