স্টাফ রিপোর্টার: নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি ধরাই ভোক্তা অধিকারে ক্রেতার অভিযোগ। অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবসার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ থেকে অভিযোগকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে সোহেল রানা সবুজের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।
সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর ছেলে সোহেল রানা সবুজ গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সন্দ্বীপ ট্রেডার্স থেকে টিনসহ ঘর তৈরির বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করেন। ওই সময় দোকান মালিক টিনের সিট ২শ’ টাকার স্থলে ৪৬০ টাকা করে মূল্য ধরেন। এক ঘটনায় সবুজ চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিদফতরের উদ্যোগে সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ব্যবসায়ীর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিয়ম অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ ভাগ অভিযোগকারীকে প্রদান করতে হবে। সে মতে সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সবুজের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।