চুয়াডাঙ্গার খেজুরতলা গ্রামের দুটি পরিবারের ১০ জন  হোম কোয়ারেন্টাইনে

মুন্সিগঞ্জ প্রতিনিধি,

অনলাইন ডেস্ক:  চুয়াডাঙ্গার খেজুরতলা গ্রামের দুটি পরিবারের ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই ঢাকা থেকে এসেছেন। মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার তাদের বাড়িতে গিয়ে লাল পতাকা তুলে দেন ও বাড়ি থেকে  বের না হওয়ার অনুরোধ করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দার  বৃহস্পতিবার দুপুর  খেজুরতলা গ্রামের দুইটি বাড়িতে লাল পতাকা তুলে দেন। এসময় তিনি বলেন, সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ঢাকা থেকে ও দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসা-যাওয়া করছে।  তাদের করোনা ভাইরাসের নমুনা না পরীক্ষা করা পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। এছাড়া তিনি দুটি পরিবারের বাড়ির সামনে লাল পতাকা তুলে দেন। ।

উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গার খেজুরতলা গ্রামের দুটি পরিবারের শিশুসহ ১০ জন ঢাকা শ্যামপুর থেকে মাইক্রোবাস ও অটোরিকশা বাড়িতে ফেরেন।

 

সম্পাদনায় আলম আশরাফ

Comments (0)
Add Comment