স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন কুয়েটের পক্ষে চিকিৎসকের জন্য ফেসশিল্ড প্রদান করা হয়েছে।
রোববার (০৩ মে) বেলা ১১টার দিকে চিকিৎসকদের জন্য ১০০টি ফেসশিল্ড গ্রহন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার সন্তান সাদমান নাহিয়ান সেজানের তত্বাবধানে ফেসশিল্ড প্রদানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন’ এর ওয়াসিক মাহমুদ রাফিদ, জুবায়ের হাসান জোয়ার্দার, সৌভিক, সাদেকুজ্জামান শোভন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান বলেন, আমরা সকলেই জানি কোভিড-১৯ এর বিরুদ্ধে এই যুদ্ধে সম্মুখভাগের যোদ্ধা আমাদের চিকিৎসকরা। তাই এই যোদ্ধাদেরর সুরক্ষার কথা ভেবে কুয়েটের চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশনের পক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০০ টি ফেস শিল্ড উপহার দেয়া হয়। চিকিৎসকদের প্রয়োজনে এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি একই সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরো নিখুঁত ভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ জয়ে বদ্ধপরিকর কুয়েটের চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন।