ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে শ্রদ্ধা ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ; মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনাসভা ও গাছের চারা বিতরণসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে বেসরকারি খাতকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতাও প্রয়োজন। বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এটি বিকশিত হতে পারে না।’ গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে। এখানে এখন ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা অনেক কিছু আমরা করে দিয়েছি। বেসরকারি খাত অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারাই (খেলোয়াড়েরা) তাদের প্রতিষ্ঠানের নাম সব জায়গায় তুলে ধরতে পারবেন। সেক্ষেত্রেও আপনাদের (ব্যবসায়ী/উদ্যোক্তা) এই সহযোগিতাটুকু কিন্তু দরকার। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমাদের ক্রীড়াবিদেরা দেশের জন্য আরো অনেক সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, আপনারাও কিন্তু একজন ক্রীড়াবিদকে চাকরি দিতে পারেন বা আপনাদেরও একটা ক্রীড়া সংগঠন থাকতে পারে। বিভিন্ন প্রতিভা ছড়িয়ে আছে সারা বাংলাদেশে। সেই সব প্রতিভা আপনারা কুড়িয়ে আনেন এবং তাদের একটু সুযোগ করে দেন। আপনারা দেখবেন বাংলাদেশের জন্য এরাই সব থেকে বেশি সুনাম বয়ে আনবে।’ জাতির পিতাই ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ফাউন্ডেশন করে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাকে তার সরকার পরবর্তী ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ হিসেবে প্রতিষ্ঠা করে। সেখান থেকে বর্তমানে প্রায় ৫০০ জনকে বৃত্তি দেয়া হচ্ছে। কারণ আমি জানি আপনাদের অনেক পুরোনো খেলোয়াড় রয়েছে, যারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের চিকিৎসার কোনো সুযোগ থাকে না। অনেকে আর্থিক সঙ্কটেও পড়েন। কারণ খেলাধুলা তো বেশি বয়স পর্যন্ত করা যায় না। কিন্তু তাদের পরবর্তী জীবনটা কেমন হবে, সেটা একটা বড় কথা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতক্ষণ আছি দিয়ে যাচ্ছি। চিরদিন তো আর আমি থাকব না, আর হয়তো এভাবে আর কেউ আন্তরিকতার সঙ্গে করবেও না। কাজেই তাদের ভবিষ্যৎ যাতে ভালো থাকে এবং ভবিষ্যতে তারা ভালো কিছু করে চলতে পারে, সেজন্যই আজকে আমাদের যারা বিত্তশালী আছেন, তাদের আহ্বান করব আপনারা একটু উদ্যোগ নেন বা বিভিন্ন প্রতিষ্ঠান তারাও একটু উদ্যোগ নেন।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি সংস্থার মধ্যে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩’ প্রদান করেন।

চুয়াডাঙ্গায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা শুরুতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ কামালে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে দিনটি উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১, অফিসার ইনচার্জ (চুয়াডাঙ্গা), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার সিদ্দিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন বাবু, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী প্রমুখ।

বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একাদশ ও চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। জেলা প্রশাসন একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা পৌরসভা একাদশের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সিইও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া। প্রীতি ফুটবল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দল কেউ কারোর বিপক্ষে গোল করতে পারেনি। ফলে প্রীতি ম্যাচটি অমীমাংসিতভাবে সম্পন্ন হয়। ফলে খেলার পরিচালক উভয় দলকে বিজয়ী বলে ঘোষণা করেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে খেলায় অংশগ্রহণকারী সকলকে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, জেলা প্রশাসনের এনডিসি সাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজ, জেলা পুলিশের ডিআইও ওয়ান আবু জিহাদ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা নাজির শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, উজ্জল হোসেন, ফরজ আলী, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন, পরিদর্শক জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন খুশবু, মিলনুজ্জামান লাল প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শেষে নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা স্টেডিয়ামে প্রশিক্ষণরত আরচারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি নিজে আরচারী চালিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এছাড়া চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কিশোর-কিশোরী ক্রিকেটারদের সাথে কুশল বিনিময়সহ ফটোসেশনে আবদ্ধ হন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া শাহাব, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, যুবলীগ নেতা শেখ সেলিম, মোস্তাক, মিন্টু, সমুন, আকাশ প্রমুখ।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় পান্না সিনেমা হল চত্বরে দলীয় অস্থায়ী কার্যালয়ে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলুর পরিচালনায় ভার্চুয়ালি আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটুর সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা সদর কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষক লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দারদ, মহন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী আক্তারুজ্জামান শান্তি হুজুর।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। এরপর আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন ও পুলিশ পরিদর্শক তদন্ত অপারেশন শেখ ফরিদ। এরপর কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যেদিয়ে ৭৪ তমজন্মবার্ষিকী পালন করেন। উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, আলমডাঙ্গা সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তথ্য অফিস, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতির্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কমার নাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল মোনয়েম, ৭০’র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, খাদ্য পরিদর্শক লিটন কুমার বিশ^াস, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুবুব আলম, প্রভাষক তাপস রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা ¯িœগ্ধা দাস, পাইলট বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আশরাফুল ইসলাম, উপসহকারী মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী রোকন উদ্দিন, আবু তৈয়ব, লাইনম্যান মাহমুব আলম, মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, পিইউসি  শাহাদৎ হোসেন, ইসি মশিউর রহমান প্রমুখ।

অপরদিকে, আলমডাঙ্গা পৌরসভা দিনটি উপলক্ষে পৌরসভা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু ও প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম। এরপর কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৭৪তম জন্মবার্ষিকী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, কাউন্সিলর আব্দুল গাফফার, আওয়ামীলীগ নেতা মাজেদ ভূইয়া, প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিমসহ কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী। বিকেল ৫টায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে উপজেলা প্রশাসন একাদশের সাথে পৌরসভা একাদশের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে খেলোয়ার হিসেবে অংশগ্রহণ করেন। খেলা শেষে সবাইকে পুরস্কার তুলে দেয়া হয়।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টু, মামুন শাহ, আশরাফুল আলম, মুন, হিরন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, ছাত্রলীগ নেতা রাসেল মামুন, রাজন, অনিক প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জািনয়েছেন, দামুড়হুদায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা উপজেলা পরিষদ-প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে দোয়া মাহফিল শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। আলোচনা সভার সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সজল কুমার দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবির, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ¬ব কুমার, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী,  দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা আইসিটি প্রোগ্রামার আরিফুল ইসলামসহ বিভিন্ন দফতের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল শনিবার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সহিদুল সর্দ্দার, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সাজিবর রহমান, আওয়ামী লীগ নেতা রবি মন্ডল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, যুবলীগ নেতা তুহিন আক্তার, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানা, ইমন খানসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইউপি সচিব মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার ওসি জাবেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, বীর মুক্তিযুদ্ধা সাইদুর ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. শামীম হাসান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত সুপার কামরুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে জেলা প্রশাসক মো. শামীম হাসান, মেহেরপুর জেলা পরিষদ ও জাতীয় মহিলা সংস্থার পক্ষে জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সরকারি কলেজের পক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌরসভার পক্ষে কাউন্সিলর আল মামুন, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির পক্ষে সার্কেল অ্যাডজুটেন্ট আল মামুন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে পরিদর্শক আবুল হাসেম, জেলা কারাগারের পক্ষে জেলসুপার মনির আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে লিডার ইদ্রিস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের পক্ষে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, সমবায় অফিসের পক্ষে জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষে জেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, পিপি পল্লব ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরী বনাম আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর মধ্যকার খেলায় পিরোজপুর জনতা ক্লাব জয় লাভ করে। খেলায় পিরোজপুর জনতা ক্লাব টাইবেকারে ৫-৩ গোলে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীকে পরাজিত করে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে শনিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুব আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম প্রমুখ। পরে সেখানে শহীদ ক্যাপ্টেন শেখ কালামের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসনাইন করিম। এর আগে মুজিবনগর উপজেল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Comments (0)
Add Comment