কুষ্টিয়ায় ৬ ইজিবাইক উদ্ধারসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জনি হোসেন (২৪), চর মিলপাড়া এলাকার মৃত খোকন শেখের ছেলে সবুজ শেখ (২০), নতুন কমলাপুর করিম বক্স লেন এলাকার মৃত আজহারুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৪০), বটতৈল মোড় এলাকার সারজেদ আলী (২০), বল্লভপুর এলাকার ইয়াকুব আলী (৩৮) এবং মিরপুর থানার অঞ্জনগাছী গ্রামের আনারুল ইসলামের ছেলে রনি ইসলাম (১৯)। গ্রেফতারের পর তাদের হেফাজতে থাকা ৬টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। সোমবার বেলা ৩টায় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, আটক ব্যক্তিরা সবাই এলাকার চিহ্নিত অপরাধী। এদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক এবং ব্যাটারিচালিত পাখিভ্যান চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় কুষ্টিয়া সদর এবং দৌলতপুর থানায় কয়েকটি মামলা দায়ের হয়েছে। এরপর থেকেই এই চোরচক্রকে ধরতে কাজ শুরু করে পুলিশ। খোঁজখবর নিয়ে এবং গোপন সংবাদের ভিত্তিতে অনেকটা নিশ্চিত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চোরচক্রের এ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক চুরির সঙ্গে সম্পৃক্তার কথা স্বীকার করেন।

Comments (0)
Add Comment