কুষ্টিয়া প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় কুষ্টিয়া জেলা কারাগার থেকে ২৪ বন্দী মুক্তি পেয়েছেন। শনিবার বিকেলে তাদের মুক্তি দেয় কারাকর্তৃপক্ষ।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার জাকের হোসেন জানান, করোনা ভাইরাসের প্রকোপের কারণে কুষ্টিয়া জেলা কারাগারের সংখ্যাধিক্য বন্দি কমাতে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতা বলে লঘুদন্ডে দন্ডিত তৃতীয় ধাপে ৫৯ জন বন্দির সাজা মওকুফ করেন। শনিবার বিকেলে ২৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও বেশকিছু বন্দি। করোনা পরিস্থিতিতে তিন ক্যাটাগরির বন্দিরা মুক্তি পাবেন। ক্যাটাগরি তিনটি হলো, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, স্বল্পমেয়াদের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘমেয়াদের সাজাপ্রাপ্ত; যারা ইতোমধ্যে ২০ বছর কারাভোগ করেছেন। এর আগে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ১৮ জনকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তদের যাতায়াত ভাড়া প্রদান করা হয় এবং জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রত্যেকে ১ হাজার টাকা প্রদান করা হয়।