কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডে অভিযুক্ত আরও এক যুবক গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ইমরান শেখ ইমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে শহরের রাজারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান শেখ ইমন শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির চারটি মামলা রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, গ্রেফতার ইমন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এর আগে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া কাজী সোহান ও খন্দকার আশিকুর রহমান জুয়েলও এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, মামলার তদন্ত ও অপর আসামিদের গ্রেফতারের স্বার্থে আপাতত এর বেশি কিছু জানানো সম্ভব নয়। তবে সাংবাদিকতার কারণে রুবেল হত্যাকাণ্ডের শিকার হননি বলে তিনি দাবি করেন। গ্রেফতার ইমনকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে গত ১৫ জুলাই শুক্রবার এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েলকে (৩৫) র‌্যাব গ্রেফতার করে। তারা এখন কারাগারে রয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে করেছে। এর আগে কুষ্টিয়ার কুমারখালীর নির্মাণাধীন যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।

Comments (0)
Add Comment