কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ঝাউদিয়ায় বাড়ি থেকে পালিয়ে খালার বাড়িতে এসে বিষপানে সাগর ইসলাম (১৭) ও বর্ষা খাতুন (১৬) নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। স্বজনরা জানান, দুই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণ সাগর ইসলাম(১৭) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং তরুণী বর্ষা খাতুন (১৬) দশম শ্রেণীর শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে। সাগর ইসলাম (১৭) কৃষি কাজ করতো বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, কাউকে কোন কিছু না জানিয়ে মঙ্গলবার ছেলে মেয়ে দুজন পালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। অনেক খোঁজাখুঁঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুরে দুজনের বিষপানে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জাহিদ জানান, ঝিনাইদহ জেলা থেকে সাগর ও বর্ষা নামের প্রেমিক-প্রেমিকা দুই তরুণ-তরুণী মঙ্গলবার সকালে ছেলের খালার বাড়ি ঝাউদিয়া এলাকায় বৈদ্যনাথপুর গ্রামে পালিয়ে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা একটি ঘরে বিষপান করে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের এসআই কোবির হোসেন ও এএসআই অনুপম জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।