কুষ্টিয়ায় গোপন বৈঠককালে উপজেলা মহিলা জামায়াতের রুকনসহ ৫ নারী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অনুষ্ঠিত গোপন বৈঠক থেকে সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানাসহ (৪৫) ৫ নারীকে গ্রেফতার করেছে ইবি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা নজরুল ইলামের বাড়িতে তার স্ত্রী নিগার সুলতানার নেতৃত্বে বৈঠক চলাকালে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় পুলিশ ক্যাম্প সূত্র।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজারপাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা জামায়াতের রুকন মৃত লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন ম-লের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন বিশ^স্ত সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গ্রেফতার মহিলা জামায়াতের নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাবাদে তারা স্বীকার করে তারা মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থসংগ্রহ করছিলো। এ ঘটনায় নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ইবি থানায় মামলা হয়েছে। এখন এসব মহিলারা ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার আছে থানায়। তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

Comments (0)
Add Comment