কুষ্টিয়ায় ‘অস্ত্রসহ’ জেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাত আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতকে (২২) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে খন্দকার তসলিম নিশাতের পিতা খন্দকার টিপু সুলতান দাবি করেছেন, আটকের সময় তার ছেলের কাছ থেকে কোন অস্ত্র ও গুলি পাওয়া যায়নি। তিনি জানান, সোমবার আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা পান করছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

নিশাতকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি-ছাত্রদল নেতারা যখন আন্দোলনে মাঠে নামছে, ঠিক তখনই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এ হয়রানি বন্ধসহ আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

Comments (0)
Add Comment