কালীগঞ্জ প্রতিনিধি: জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৫টি স্থানে অস্থায়ীভাবে কাঁচা বাজার বসানোর ঘোষণা দিয়েছে প্রশাসন। সেই সাথেই সামাজিক দূরত্ব বজায় রেখে খুলবে মুদি দোকান। গতকাল শুক্রবার থেকেই প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বেচাকেনা চলবে। বাজারের নির্ধারিত স্থানগুলি হলো সরকারি নলডাঙ্গা ভষনস্কুল মাঠ, মাহতাব উদ্দিন কলেজ মাঠ, পুরাতন গোহাটা অর্থাৎ মোবারক আলী স্কুল পাশের্^র মাঠ), শেখ রাসেল স্টেডিয়াম ও বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক সভাতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মহামারী করোনা প্রতিরোধে জনসমাগম এড়াতে শহরের কাচা বাজার বন্ধ রাখা হয়েছিলো। বর্তমানে জনসাধারনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে শহরের ৫টি স্থানে অস্থায়ীভাবে কাঁচা বাজার বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে মাহতাব উদ্দিন কলেজ মাঠে শুধুমাত্র পাইকারি বাজার চলবে এবং বাকি ৪টি স্থানে খুচরা কাচাবাজার বসবে। সেখানে কাচা তরিতরকারি ও মাছসহ অন্নান্য পন্যও বিক্রি করতে পারবে। তিনি আরও জানান, ওইসব স্থানগুলেতে ৫ ফুটের এক একটি দেকানের দূরত্ব হবে ২০ ফুট। এছাড়াও গরু, খাসী ও মুরগীর দোকানিরা স্ব স্ব স্থানে বসেই মাংস বিক্রি করবেন এবং দুটি কাঁচা বাজার বাদে শহরের বিভিন্ন রোডের মুদি ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ইউএনও সূবর্ণা রানীর সাহার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বাজার কমিটির সহসাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া, সহসভাপতি মনিরুল ইসলাম, হাজি ফরিদউদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।