কালীগঞ্জে বাওড়ে মারা গেছে প্রায় দুই কোটি টাকার মাছ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়ে মারা গেছে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। অক্সিজেন সঙ্কটে মাছগুলো মারা গেছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

এলাকাবাসী জানায়, ১৪৪৪ বিঘার কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়টি। শনিবার কালবৈশাখী ঝড়ে বাওড়ের পানির স্রােত একদিকে চলে যায়। এতে মাছ ফিরে আসার সময় কাঁদার মধ্যে চলে যায়। এরপর অল্প অল্প মাছ মরতে শুরু করে। মরা মাছগুলো ভেসে তীরে আসে। রোববার সকালে বাওড়ের দুই পাশে হাজার হাজার মণ মাছ মরে ভেসে আসে।

স্থানীয় যুবক কনক কুমার জানান, শনিবার কিছু মাছ মরার পর আশেপাশের মানুষ মাছগুলো নিয়ে যায়। এরপর রোববার সকালে বাওড়ের দুই পাশে হাজার হাজার মণ মরা মাছ ভেসে আসে। বড় বড় ৭-৮ কেজি ওজনের মাছও মরে গেছে।

বাওড়ের সাথে সংশ্লিষ্ট মহাদেব কুমার জানান, শনিবার ঝড়ের পর মাছ মারা গেছে। প্রায় ৩ হাজার মণ মাছ মারা গেছে। এই বাওড়ে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বাওড়টিতে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান রয়েছে। মাছগুলো মরে যাওয়ায় তারা অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন।

কালীাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, তিনি এ খবর শুনে বাওড় পরিদর্শন করেছেন। অক্সিজেন সঙ্কটের কারণে বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মারা যাওয়া মাছগুলো দ্রুত তুলে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment