কানাডার নাগরিক পুতুল : দেশে ফিরিয়ে আনার চেষ্টায় দুদক

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে পুতুলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাকে ফিরিয়ে আনতে পারলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব বলেও মনে করছেন দুদক কর্মকর্তারা। এ ব্যাপারে গতকাল রোববার দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুতুল কানাডার নাগরিক। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেছে। পূর্বাচলে প্লট বরাদ্দ নিতে প্রতারণা ও জালিয়াতির মামলায় আসামি হওয়ায় তাকে (পুতুল) দেশে ফিরিয়ে আনা যায় কি না, সেই বিষয়ে দুদকের তদন্তদল কাজ করছে।’