স্টাফ রিপোর্টার: বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই ছবি ফেসবুকে পোস্ট করলে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এরই ধারাবাহিকতায় রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শফিকুল আলম। তিনি লেখেন, একুশে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেয়া উচিত বলে মনে করছি। তিনি লেখেন, অন্তর্বর্তী সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেইসব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি।