মেহেরপুর অফিস ঃ মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে মেহেরপুর বর্তমানে গ্রীন জোনে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর জেলার রকরোনা পরিস্থিততি নিয়ে আলোচনা করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রাকিব উদ্দিন প্রমুখ।