করোনা টিকার আওতায় ১ কোটি ৫ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ব্যাপক ভিত্তিক টিকাদানের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের এই মতামত আমলে নিয়েছে সরকার। টিকাদান বাড়িয়ে করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণহারে টিকাদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। আগামী সাত আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে এ পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৮২০ ডোজ। এরমধ্যে এক কোটি ১০ লাখ ডোজ টিকা সরকারের কেনা। বাকিটা উপহারের। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৭৯ ডোজ টিকা দেয়া হয়েছে।
দেশে আসা মোট টিকার মধ্যে আছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২০০, ফাইজারের ১ লাখ ৬২০, সিনোফার্মের ৫১ লাখ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ। মানুষের মাঝে এ পর্যন্ত টিকা প্রয়োগ করার জন্য সারাদেশে টিকাদান কেন্দ্রে টিকা আছে ৮৮ লাখ ১১ হাজার ৩৪১ ডোজ। অর্থাৎ এক কোটি ৫ লাখ ৭২ হাজার ৯১০ জন মানুষ এখন টিকার আওতায় আসছে। এছাড়া দেশে এখন টিকা মজুদ আছে ৪৮ লাখ ৯৫ হাজার ২০০ ডোজ। এরমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও মর্ডানার ৪৬ লাখ ৫০ হাজার ডোজ টিকা আছে।

 

Comments (0)
Add Comment