করোনায় ফের একজনের মৃত্যু শনাক্ত ১৬৬ জন

 

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফের একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একদিনে নতুন করে আরও ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এইদিন সকাল পর্যন্ত ১৭০৫টি নমুনা পরীক্ষা করে ১৬৬ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ, যা আগের দিন ৭ দশমিক ১৩ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫৫ জন হয়েছে। এ ছাড়া একদিনে ৮৭ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৫৮ জনই ঢাকার। এ ছাড়া খুলনায় ৩ জন, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে এবং পাবনায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments (0)
Add Comment