এসআই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক স্বামী বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: যশোরে যৌতুকের মামলা নিয়ে দ্বন্দ্বে উপ-পরিদর্শক (এসআই) স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইয়ে (পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো) কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত শুক্রবার রাতে যশোর শহরের খড়কি এলাকার বাড়িতে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তার স্ত্রী এসআই শাহজাদী আক্তারকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। শাহজাদী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তিনি যশোর আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। এ ঘটনার পর গত শনিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে পরিদর্শক কামরুজ্জামানকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে স্ত্রীকে নির্যাতনের কথা উল্লেখ না করলেও বিভাগীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ ও অসদাচরণের কথা উল্লেখ করা হয়েছে। যৌতুকের মামলা তুলে নিতে কামরুজ্জামান নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন শাহাজাদী আক্তার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কামরুজ্জামান। পিবিআই ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, স্ত্রীকে নির্যাতনের মতো শৃঙ্খলাপরিপন্থী কাজ করায় পরিদর্শক কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment