একই সাথে তিন সন্তান প্রসব করা সেই মায়ের কোলে এবার এসেছে ৪ সন্তান

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে একই সাথে ৪ (চার) সন্তান জন্ম দিলেন মারুফা খাতুন নামের এক প্রসূতি ।বৃহস্পতিবার ভোর ৬ টার সময় চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোম ক্লিনিকে ৪ নবজাতক ভূমিষ্ঠ হয়।

জানা গেছে,দামুড়হুদার কুতুবপুর পূর্বপাড়ার মো: শাহাদৎ শেখের মেয়ে মারুফা বেগমের সাথে একই উপজেলার জগন্নাথপুর গ্রামের এরশাদ আলীর বিয়ে হয়। ২০০৯ সালে পারিবারিক ভাবে বিয়ের ২ বছরের মাথায় সংসারে নতুন অতিথি হিসেবে আসে এক কন্যা সন্তান। এরপর সাত বছরের মাথায় ২০১৮ সালে একই সাথে ৩ সন্তান জন্ম দেন মারুফা। সেই তিন সন্তান অবশ্য অপুষ্টিজনিত কারণে মারা যায়। এরপর আবারও অন্তস্বত্ত্ হন তিনি। বৃহস্পতিবার তার কোল জুড়ে এসে ৪ সন্তান। মা ও সন্তানদের শারীরিক অবস্থা জানতে চাইলে নার্সিং হোমে থাকা ৪ নবজাতকের মামা মাহবুর রহমান বলেন, সকলেই সুস্থ আছে।

Comments (0)
Add Comment