স্টাফ রিপোর্টার: এবার ঈদপণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কম হলেও দাম ঠিকই বেড়েছে। সবজি, মাছ-মাংস, সুগন্ধি আতপ চাল, ঘি, তেল, সেমাই, মসলাসহ কোনো কিছুর দামই নিম্নমুখী নয়। করোনার কারণে বাড়তে থাকা এসব পণ্যের দাম আরেক দফা বেড়েছে ঈদ ঘিরে।
বিক্রেতারা বলছেন, পবিত্র ঈদুল ফিতরে এমনিতেই গরুর মাংস, মুরগি, ইলিশ মাছ, চিংড়ি, সুগন্ধি চাল, ঘি, সেমাই, দুধ, গরম মসলা ইত্যাদির চাহিদা বাড়ে। এবার ঢাকায় চাহিদা আরো বেশি হওয়ার কথা। কারণ, বেশির ভাগ মানুষই গ্রামে যেতে পারেনি। সে তুলনায় বাজারে চাপ নেই বলে দাবি করছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন ক্রেতারাও। তবে করোনাভাইরাস মোকাবেলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর এসব পণ্যের মধ্যে সবজি আর ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ছিলো। বাকি সব পণ্যের দাম ছিলো নিম্নবিত্তের নাগালের বাইরে। ঈদ ঘিরে গতকাল শুক্রবার থেকে বেড়ে গেছে এ দুটি পণ্যের দামও।