আল বিদা মাহে রমজান
।। প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী।।
আজ ২৫ রমজান। চলছে নাজাতের দশক। বরকতময় এই মাস আমাদের কাছ থেকে বিদায় নেয়ার পথে। আর মাত্র কয়েকদিন বাকি। এখন আমাদের হিসাব মিলানো দরকার যে পবিত্র এই মাসে আমরা কি অর্জন করলাম। নিজের মনকে জিজ্ঞাস করা উচিত, আসলেই কি আমি মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হয়েছি? কারণ আল্লাহর রসুল (স.) বলেছেন, যে ব্যক্তি এই মাসে মাগফেরাত লাভ করতে পারলো না সেই প্রকৃত হতভাগা। আমার নামটা কি জাহান্নামের দফতর থেকে বাদ দেয়া হয়েছে? যে উদ্দেশে রোজা ফরজ করা হয়েছিলো, তাকওয়া বা পরহেজগারী, তা কি আমি হাসিল করতে পেরেছি? কুরআনের মাস রমজান। এই রমজানে কুরআন শরিফ কি একবার হলেও শেষ করেছি? আত্মশুদ্ধি, ধৈর্য্য, সহনশীলতা এগুলো কি আমি অর্জন করতে পেরেছি? এগুলোর উত্তর খোঁজার সময় এখনই। মহিমান্বিত এই মাস যে বার্তা আমাদের কাছে নিয়ে এসেছিলো তার কতটুকু আমাদের জিন্দেগীতে প্রতিফলিত হলো। ভালো ছাত্র মাত্রই পরীক্ষার আগ মুহূর্তে হিসাব-নিকাশ করে আর নিজের মনকে জিজ্ঞাসা করে, প্রস্তুতি সব ঠিক ঠাক তো? কতটুকু পড়লাম আর কতটুকু বাকি? ব্যবসায়ী বা দোকানদার দিনের শেষে অংক কষতে বসে, কতটুকু লাভ হলো আর কি পরিমাণ লোকসান হলো? যদি লোকসান হয় কিংবা লাভ কম হয় তাহলে পরিকল্পনা করে, কিভাবে আগামীতে আরও বেশি বেশি লাভ করা যায়। রমজানও এসেছিলো আখেরাতের এক মহান ব্যবসা নিয়ে। লাভের পরিমাণও ঘোষণা করা হয়েছিলো ন্যূনতম সত্তর গুণ, উর্ধে অগণিত, মহান আল্লাহর শান অনুযায়ী। বরকত, মাগফেরাত ও নাজাতের পসরা নিয়ে পবিত্র এই মাস মেহমান হয়ে এসেছিলো আমাদের মেহমান হয়ে। আমরা কি তার ঠিকমত সমাদর করতে পেরেছি? রোযার সমস্ত আহকাম কি আমরা ঠিকমত আদায় করতে পেরেছি? যদি উত্তর না বাচক হয় তাহলে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই। নিজ পাপের জন্য অনুশোচনা করি এবং ভবিষ্যতে পাপ না করার ওয়াদা করি। কারণ আল্লাহ তায়ালা তো গফুরুর রহীম, তিনি সমস্ত গোনাহ মাফ করে দিতে পারেন, এতে কারো অভিযোগ উঠানোর এখতিয়ার নেই। মহান আল্লাহপাক নিজেই পবিত্র কুরআনে এরশাদ করেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গোনাহ ক্ষমা করে দেবেন (সুরা যুমার: আয়াত ৫৩)। আমরা কেউই জানিনা, আগামী রমজান আবার আমার ভাগ্যে আসবে কিনা। তাই আসুন আর দেরী না করে বাকি দিনগুলোতে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি যাতে তিনি আমাদের সমুদয় গোনাহরাশি মাফ করে দেন।
(লেখক: অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)।