আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো,

অনলাইন ডেস্ক:  আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।  বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানাগেছে, উপজেলার গোপালনগর গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে লাল্টু হোসেন (৩১) ও একই গ্রামের নঈমুদ্দিনের ছেলে মোজাম আলী (২৬) গ্রামের একটি বাগানে বসে প্রতিদিন গাঁজা সেবন করে আসছিলেন। বুধবার মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই রকি মণ্ডল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে লাল্টু ও মোজামকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

 

সম্পাদনায়, আলম আশরাফ

Comments (0)
Add Comment