আবারও আরকান আর্মির পুতে রাখা স্থলমাইনে যুবকের পা বিচ্ছিন্ন

মাথাভাঙ্গা মনিটর: গতকাল  (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তের কাছে একটি পিলারে শূন্যরেখায় মিয়ানমারের ভিতরে এই ঘটনা ঘটে। বান্দরবানের সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আহত বাবু দোছড়ি ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বাংলাদেশেী পণ্য পাচারের জন্য মায়ানমার সীমান্তের ওপারে যায় ঐ যুবক । সিমান্তের ওপারে পণ্য দিয়ে এপারে ফিরে আসাবার সময় লেম্বুছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ একটি পিলারের শূন্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির ফাদ পেতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। ওই সময় বাবুর বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেন ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন এই ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন এ বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখছেন।