স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের দেয়া সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পৌঁছে সেখানে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন তিনি। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে কাতার থেকে পাঠানো এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সটির গতকাল রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। আজ রাত ১০টার দিকে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন সকালে লন্ডন পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হবেন খালেদা জিয়া। প্রায় সাড়ে সাত বছর পর লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম খালেদা জিয়ার।
চেয়ারপারসনের চিকিৎসক এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। যাত্রাপথে কাতারে এক ঘণ্টার বিরতি (এয়ার অ্যাম্বুলেন্সের জ্বালানি নিতে) থাকবে বলে জানান খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ ছাড়াও খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন ১৬ জন। যুক্তরাজ্যে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানানোর কথা
রয়েছে তারেক রহমানের। এসময় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দলীয় প্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন বলে জানা গেছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান এ সংক্রান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। উল্লেখ্য, এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। প্রায় তিন মাসের বেশি সময় চিকিৎসার পর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সযোগে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হবেন। হিথ্রোতে পৌঁছার পর তাকে সরাসরি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হবে। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চার জন চিকিৎসক এবং প্যারা মেডিক্সগণ থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের ছয় জন সদস্য এই বিমানে যাবেন। এরা হলেন-অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নূরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েক জন কর্মকর্তা-কর্মচারীও যাবেন। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হূদেরাগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন যাবত ভুগছেন। ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদেরকে মনে রাখতে হবে, উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট যার মালটিপল ডিজিজ আছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ওনাকে দেখার পর ডিসিশন হবে ওনার নেক্সট কোর্স অব ডিসিশন কী হবে?’ যুক্তরাষ্ট্রের চিকিৎসার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে অধ্যাপক জাহিদ বলেন, যদি লন্ডন ক্লিনিক তাকে জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যেতে সুপারিশ করে তখন হয়তো সেখানে যাওয়ার একটা প্রশ্ন আসে। ডা. জাহিদ বলেন, ‘যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধন্যবাদ জানিয়েছেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন—সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটির সবাই এবং সেই সঙ্গে ম্যাডামের পরিবার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাত্রাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যেন বিঘœ না ঘটে, সেজন্য বিশেষ এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও। বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসার কারণে নিরাপত্তাজনিত কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি। ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান আমি নিজে পরিদর্শন করেছি। আমাদের এখানে নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে।