মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদরাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগ মেহেরপুর জেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, পায়রা ও বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলে মেয়েরা মনোজ্ঞ কুচকায়াজ প্রদর্শন করেন। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন করেন। এ সময় সেখানে শপথ বাক্য পাঠ করানো হয়। জেলা শিক্ষা অফিসার হযরত আলী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আব্দুল মাবুদ ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।