দামুড়হুদা অফিসঃদামুড়হুদার রামনগর ইয়াং স্টার ফুটবল টূর্নামেন্ট ২০২০এর ২য় সেমিফাইনাল খেলায় ট্রাইবেকারে দামুড়হুদা একাদল বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রামনগর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে দামুড়হুদা একাদশ ও তালতলা ফুটবল সংঘের মধ্যে ২য় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল না করতে পারাই খেলাটি ট্রাইবেকারে চলে যায়। ট্রাইবেকারে দামুড়হুদা একাদশ ৪-১গোলে বিজয়ী হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন লিটন। খেলায় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু,নওসাদ আলি,সন্টু,সহিদুল,জনি,লুৎফর রহমান। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা একাদশের কোচ সহিদ আজম সদু,ম্যানেজার সহিদুল ইসলাম।