জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বিশেষ উদ্যোগ
স্টাফ রিপোর্টার: করোনার ভয়াল থাবায় জনজীবন স্থবির হয়ে যাওয়ায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে চুয়াডাঙ্গার নবীন-প্রবীন ক্রিকেটার ও ফুটবলারগন। এ অবস্থায় একটু সহায়তা করার জন্য গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গার শতাধিক ক্রিকেটার ও ফুটবলারকে ঈদ উপহার ,খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক-জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো কিছু উপহার সামগ্রীর সাথে নিজ তহবিল থেকে এসব নবীন-প্রবীন খেলোয়াড়দের হাতে তুলে দেন আর্থিক অনুদান। আর্থিক অনুদান, উপহার সামগ্রী ও খাদ্য সামগ্রী পেয়ে খেলোয়াড়গন খুব খুশি হয়ে বলেন, করোনার এই মহা দূর্যোগের মধ্যে আমাদেরকে কেউ খোঁজ-খবর নেয়নি। অবশেষে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আমাদের পাশে এসে দাড়িয়েছে এ জন্য আমরা অত্যন্ত খুশি। আর্থিক সহায়তা, ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহ-সভাপতি ইমরান হুসাইন, সাবেক কৃতি ফুটবলার নাজমুল হক শান্তি, আয়ুব হোসেন, শহিদ হোসেন,ডাবলু,সুমন,কৃতি গোল রক্ষক রবিউল হক সহ শতাধিক নবীন-প্রবীন ফুটবলার ও ক্রিকেটারগন।