মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রতিশ্রুতিশীল পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্য অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। রাজস্থানের এই ১৭ বছর বয়সী অ্যাথলেট জুনিয়র জাতীয় গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তবে এক অনাকাক্সিক্ষত দুর্ঘটনা তার সম্ভাবনাময় ক্যারিয়ারের ইতি টেনে দিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজস্থানের বিকানীরে জিমে অনুশীলন করছিলেন যষ্টিকা। ভারী ওজন তোলার সময় ২৭০ কেজির রড হঠাৎই তার ঘাড়ে আছড়ে পড়ে। তীব্র আঘাতে সঙ্গে সঙ্গেই ঘাড় ভেঙে যায়। আশপাশে থাকা লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এতটাই গুরুতর চোট ছিল যে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগই পাওয়া যায়নি।
ঘটনার সময় জিমে উপস্থিত ছিলেন যষ্টিকার ব্যক্তিগত ট্রেনার। স্থানীয় পুলিশ স্টেশন এসএইচও বিক্রম তিওয়ারি এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘যষ্টিকা যখন অনুশীলন করছিলেন, তখন তার ট্রেনারও পাশে ছিলেন।’ তবে এই দুর্ঘটনায় ট্রেনারও সামান্য আহত হয়েছেন। যষ্টিকার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।