মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে। আসরের দ্বিতীয় দিনে আয়োজক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে শক্তিশালী দল শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাট করতে নামা মালয়েশিয়াকে অলআউট করে দিয়েছে ২৩ রানে। যা অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে, গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মেয়েরা ৬৮ রানে অলআউট হয়েছিল। সেটিই ছিল সর্বনিম্ন। এমন দিনে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ১৩৯ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন দাহামি সানেথমা। তাকে সঙ্গ দেন ওপেনার সানজানা কাভিনডি, যিনি করেন ৩০ রান। লঙ্কান ব্যাটারদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের লক্ষ্য দাঁড় করায় দলটি।
জবাব দিতে নেমে লঙ্কানদের বোলিং তোপের মুখে পড়ে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। ৬ ব্যাটার সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। দলের সর্বোচ্চ ৭ রান আসে ওপেনার নূর আলিয়া বিনতির ব্যাট থেকে। শ্রীলঙ্কার বোলিং তোপের এদিন ১৪.১ ওভারে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন চামোদি প্রাবোদা। মালয়েশিয়ার এমন অলআউট হওয়ার নজির আছে আরও। বাংলাদেশের বিপক্ষে গত এশিয়া কাপে ২৯ রানে অলআউট হয়েছিল দলটি।