হোয়াইটওয়াশ হওয়ার পর বড় শাস্তির মুখে পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষ টেস্ট সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের। সেঞ্চুরিয়নে ২ ও কেপটাউনে ১০ উইকেটের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। তবে পাকিস্তানের দুঃখের গল্প সেখানেই শেষ হয়নি। সিরিজ হারের পর বড় শাস্তির মুখেও পড়তে হচ্ছে দলটিকে। কেপটাউন টেস্টে সেøা ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্টও কাটা পড়েছে তাদের। জরিমানা হিসেবে পাকিস্তানের গুনতে হবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। আর পাঁচ পয়েন্ট কাটা যাওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পয়েন্ট এখন ২৪.২৪; যা ওয়েস্ট ইন্ডিজের সমান।
পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বল করেছে। তাই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুযায়ী তাদের পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি ওভার ছোট করার জন্য একটি দলকে পয়েন্ট জরিমানা করা হয়। সেই অনুযায়ী পাকিস্তান দলকে পাঁচ পয়েন্ট জরিমানা করে আইসিসি। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন।