স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আরামপাড়া প্রীতিফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলায় আরামপাড়া জুনিয়র টাইগার ক্লাব বনাম ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল না করায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ফ্রেন্ডসক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে আরামপাড়া জুনিয়র টাইগার ক্লাব।
খেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আরামপাড়ার যুব সমাজকে ক্রীড়ামুখি করার জন্য একইপাড়ার ৪টি দলের মধ্যে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে উহসাহিত করার জন্য পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু চ্যাম্পিয়ন ট্রফি ও হেলথ এইড মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, হেলথ এইডের পরিচালক কামরুজ্জামান চাঁদ। এছাড়াও এসকে মাহবুব, পুটু, পলাশ, হাসান, মিন্টু, কদর জোয়ার্দ্দার, সোহেল রানা ছোটন, কামরুল ইসলাম, মো. সজল, ভুলন, ইমরান, রিপন, জাহিদুল, অনিক, জাহিদ, বিল্লাল ও কোরবান। খেলায় জনিয়র টাইগার দলের অধিনায়ক সাকিব, গোল রক্ষক রিয়াদসহ নাসির, রাসেল, সাকিব, আফ্রিদ, রাহিদ, রাব্বি, রাকিব ও আসিফ, প্রমুখ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাঁন ফয়সাল ও রুস্তম আলী বুদো।