মাথাভাঙ্গা মনিটর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা স্তিমিত হয়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে ক্লাব ফুটবল শুরু হয়েছে। এমন সিদ্ধান্তে ফুটবলাররা বা খেলা সংশ্লিষ্টরা প্রাণঘাতী করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ঝক্কির মধ্যেই মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকার দুই ফুটবলারকে। তবে করোনাভাইরাস নয়, তাদের হাসপাতালে পাঠিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সমর্থকদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ক্লাবটির দুই ফুটবলার জার্মান মিডফিল্ডার জুলিয়ান উইগল এবং সার্বিয়ান উইঙ্গার আন্দ্রিজা জিভকোভিচ। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে খেলা শেষে বাসে চড়ে ফেরার পথে এ ঘটনার শিকার হন তারা। এদিন তুলনামূলক কম শক্তির দল তন্দেলার সঙ্গে গোলশূন্য ড্র করেন পর্তুগিজ লিগের তালিকায় শীর্ষে থাকা বেনফিকা। এতে সমর্থকরা বেশ হতাশ হয়ে পড়েন। তারই খেসারত দিতে হয় উইগল ও আন্দ্রিজাকে। ম্যাচ শেষে মূল মাঠ থেকে ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পথে বেনফিকা টিমের বাসে ইট-পাটকেল ছোড়েন আগ্রাসী কিছু সমর্থক। তাদের ইটের আঘাতে বাসের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এসময় কাচের টুকরো লেগে আহত হন উইগল ও আন্দ্রিজা। প্রশিক্ষণ কমপ্লেক্সে দুই খেলোয়াড়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপড়া বন্ধ করা হয়। পরে তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যায় ক্লাব কর্তৃপক্ষ।