স্টাফ রিপোর্টার: নেপালকে হারিয়ে বুধবার দুপুরে দক্ষিণ এশিয়ার মুকুট জিতে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে ভিআইপিদের মতো রাস্তার মোড়ে মোড়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সম্মানের সঙ্গেই বাফুফে ভবনে পৌঁছায় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন নারী দলটি। বাফুফে ভবনে আসার পর সাংবাদিক সম্মেলনে অংশ নেন সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটন। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ বাফুফের একাধিক কর্মকর্তা। কর্মকর্তাদের ভিড়ে সংবাদ সম্মেলনের মঞ্চে অধিনায়ক সাবিনা খাতুন চেয়ারে বসার সুযোগ পেলেও দাঁড়িয়ে থাকতে হয় কোচ গোলাম রব্বানী ছোটনকে। অধিনায়কের প্রশ্ন-উত্তর পর্ব শেষে সাংবাদিকরা যখন কোচ ছোটনকে প্রশ্ন করেন তখন সৌজন্যতা বশতই নিজের চেয়ার ছেড়ে দিয়ে কোচকে বসে উত্তর দেয়ার সুযোগ করে দেন সাবিনা। যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হলো সেই কোচকেই শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে চেয়ারে বসতে না দেওয়ায় দেশজুড়ে কঠোর সমালোচনা হয় শুধু তাই নয়, সংবাদ সম্মেলনের মাঝপথে সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও ক্রীড়া সচিব মো. মেজবাহ উদ্দিন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সেই ছবি শেয়ার করে সাফজয়ী বাংলাদেশ নারী দলের অধিনায়ক লিখেছেন- আমার বিনীত অনুরোধ, এটাকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। নেতিবাচক চোখে দেখে দয়া করে আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না। আসুন সবাই ইতিবাচক হই এবং উপভোগ করি। শুধু বলতে চাই, আমরা আপনাদের ভালোবাসি। ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রীড়া সচিবকে জায়গা ছেড়ে দিতেই সংবাদ সম্মেলনে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা ও কোচ ছোটনকে। তাদের দাঁড়িয়ে থাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়।