শক্তি হারানো অস্ট্রেলিয়াকে তবুও ভয় ইংল্যান্ডের

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু আজ শনিবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকাল ৩টায় লাহোরে নামবে জশ বাটলার ব্রিগেড। প্রায় দুদিন আগেই ইংল্যান্ড জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাদের নিয়ে লড়বে। অজিরা শক্তি হারালেও তাদের নিয়ে সতর্ক ইংলিশ অধিনায়ক। বি গ্রুপের ম্যাচটিতে ইংল্যান্ডের একাদশে ফিরেছেন পেসার ব্রাইডন কার্সে। দীর্ঘদিন তিনে ব্যাট করা জো রুট খেলবেন চার নম্বরে। তিনে খেলবেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলা হয়নি ব্রাইডনের। ডানহাতি এই পেসার থাকছেন লড়াইয়ে। তার সঙ্গে বোলিং ইউনিটে দায়িত্ব দেয়া হয়েছে পেসার জোফরা আর্চার ও মার্ক উডকে। একাদশে আছেন লেগ স্পিনার আদিল রশিদ। পঞ্চম বোলারের কোটা পূরণ করার জন্য তারা ভরসা রাখছে লিয়াম লিভিংস্টোন ও রুটের ওপর। মূলত লম্বা ব্যাটিং লাইনআপ সাজিয়েছে ইংলিশরা। বেন ডাকেট ও ফিল সল্টকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। অধিনায়ক বাটলার ও লিভিংস্টোন আছেন এরপরে। হ্যারি ব্রুক ও রুটকে দায়িত্ব দেয়া হয়েছে মিডল অর্ডারের। স্পেশালিস্ট চারজন বোলার ব্যবহার করবে বাটলারের দল। গাদ্দাফি স্টেডিয়ামের এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। চোট এবং অবসরের মিছিলে তারা শক্তি হারিয়েছে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শকে ছাড়াই দল গঠন করতে হবে অজিদের। স্টিভেন স্মিথ পাবেন না মিডলের অন্যতম ব্যাটার মার্কাস স্টয়নিসকেও। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাবেন শন অ্যাবট, স্পেনসার জনসন, নাথান এলিস ও বেন ডারশুইস। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পাকে সহায়তা করবেন তানভির সাঙ্ঘা।