স্টাফ রিপোর্টার: আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাদের ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। এই দুই তারকা ছাড়াও দলে থাকছেন না লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা লিটন কুমার দাস ক্রিকেটার ও পেসার শরিফুল ইসলাম। রোববার দুপুর সাড়ে ১২টার পর মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। এদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব পড়বে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের কাঁধে। এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা। এছাড়া ফর্মের জন্য বাদ পড়েছের লিটন দাস।
সাম্প্রতিক সময় শাদা বলের ক্রিকেটে লস্বা সময় ধরেই ফর্মহীনতায় তিনি। এই কারণে তাকে বাদ দেয়া হয়েছে। এদিকে সৌম্য সরকার চোটে বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসার রেখেছেন নির্বাচকরা। বিমানে চড়ার টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।