মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলংকা সফর করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কিন্তু প্রস্তুতির এই মিশনে বাংলাদেশের শুরুটা আশানুরূপ হয়নি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লংকানদের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোয় আগে ব্যাট করে ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই বাংলাদেশের রান পেরিয়ে যায় স্বাগতিকরা। বাজে ব্যাটিংয়ের কারণেই মূলত লংকানদের কাছে বাংলাদেশের এই অসহায় আত্মসমর্পণ। পুরোপুরি ব্যর্থ ছিল দলের টপ-অর্ডার। মিডল-অর্ডারে সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাওয়া কোনোমতে দলকে একশ পার করান। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ রানের আগেই পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে জুটি বেধে শুরুর বিপর্যয় সামাল দেন সুমাইয়া ও জান্নাতুল। অধিনায়কের সঙ্গে জান্নাতুলের জুটিতে আসে ৬০ বলে ৬২ রান। ৩ চারে ৩৪ বলে ২৯ রান করে আউট হন সুমাইয়া। দলকে একশর কাছে নিয়ে স্টাম্পড হন জান্নাতুল (৩৫ বলে ৩৪)। শেষ দিকে সাদিয়া আক্তার ১৩ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন রাশমিকা সেওয়াওয়ান্দি, প্রামুধি মেথসারা ও লিমি থিলাকারাতেœ। রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। সপ্তম ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দেন হাবিবা ইসলাম। তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন দাহামি সেনেথমা। ৩০ বলে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার সুমুদু নিসানসালা ২৪ বলে খেলেন ২৭ রানের ইনিংস। সোমবার (৬ জানুয়ারি) একই মাঠে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।