দামুড়হুদা অফিসঃ দামুড়হুদার রামনগর ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা একাদশ জয়ী হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রামনগর ইয়াং স্টার ক্লাব এর আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ২য় রাউন্ডের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হয় দামুড়হুদা একাদশ বনাম রামনগর ইয়াং স্টার ক্লাব। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল জয়ী না হওয়াই ম্যাচটি ট্রাইব্রেকার হয়। ট্রাইব্রেকারে দামুড়হুদা একাদশ ৩-০ গোলে রামনগর ইয়াং স্টার কে পরাজিত করে জয়ী হয়। রেফারির দায়িত্বে ছিলেন মাসুম মাস্টার,সহকারি রেফারি ছিলেন রিজু ও রবি। এসময় উপস্থিত ছিলেন টূর্নামেন্ট কমিটির সভাপতি ডা. মো শামসুর রহমান,দামুড়হুদা একাদশের কোচ শহিদ আজম সদু, ম্যানেজার সহিদুল ইসলাম ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাকির হোসেন।