মেহেরপুর সাগর স্মৃতি ক্রিকেটে নাইট হান্টার ও বিশ্বাস ক্রীড়াচক্র জয়ী

মেহেরপুর অফিস : মেহেরপুর সাগর স্মৃতি টি-১০ ক্রিকেটের পৃথক দুটি খেলায় নাইট হান্টার ১৩ রানে ও বিশ্বাস ক্রীড়াচক্র ৬ উইকেটে জয়লাভ করেছে। গতকাল রোববার রাতে মেহেরপুর বাসস্ট্যান্ডপাড়া কিবরিয়া মিয়ার বেড়ে অনুষ্ঠিত প্রথম খেলায় নাইট হান্টার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারের খেলায় ৫ ইউকেটের বিনিময়ে ৮২ রান করে। দলের পক্ষে আজিজুল সর্বোচ্চ ২৮ রান করেন। ডিজাস্টার বয়েজের মিলন একাই ৫ টি উইকেট লাভ করেন। ৮৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ডিজাস্টার বয়েজ ১০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রকাশ সর্বোচ্চ ২৪ রান করেন। নাইট হান্টারের কাব্য সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন।

অপর খেলায় ইউনাইটেড সুপার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৯ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৯ রান করেন। দলের পক্ষে আসিক সর্বোচ্চ ৭৩ রান করেন। বিশ্বাস ক্রীড়াচক্রের মামুন সর্বোচ্চ ৩ টি উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়াচক্র ২ উইকেট হারিয়ে ৮ ওভার ৩ বলে ১০০ রান করেন। দলের পক্ষে রুহিত সর্বোচ্চ ৩৬ রান করেন। ইউনাইটেড সুপার কিংস এর সজিব ও জাহিদ ১ টি করে উইকেট লাভ করেন।

Comments (0)
Add Comment